Home » Techy World » Listen to the voice of a Mujibur to the voice of a lakh Mujibur: Who wrote the song?

Listen to the voice of a Mujibur to the voice of a lakh Mujibur: Who wrote the song?

গানটি কে লিখেছেন? বঙ্গবন্ধু বাঙালী জাতির স্বাধীনতার প্রেরণা। তাই তাকে ঘিরে বিভিন্ন সময় রচিত হয়েছে বহু গান ও কবিতা। বাংঙ্গালী মনে রেখেছেন তার কথা বিভিন্ন ভাবে, কেউ কবিতার মাধ্যমে কেউ বা আবার গানের মাধ্যমে। তার মধ্যে এটি সব থেকে জনপ্রিয় একটি গান। “শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।” —গানটি কে লিখেছেন?

শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।

সেই সবুজের বুক চেরা মেঠো পথে,
আবার এসে ফিরে যাবো আমার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে
এমন সোনার দেশ।

আজকের প্রশ্নঃ “শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।” —গানটি কে লিখেছেন?

  • জীবনানন্দ দাশ
  • অন্নদাশঙ্কর রায়
  • প্রেমেন্দ্র মিত্র
  • গৌরীপ্রসন্ন মজুমদার

“শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।” — গানটি কে লিখেছেন?

সঠিক উত্তরঃ

সঠিক উত্তরঃ গৌরীপ্রসন্ন মজুমদার

গানটি কে লিখেছেন? প্রশ্নের উত্তরের ব্যাখ্যা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সৃষ্টি হয়েছে অনেক গান। সেই একাত্তর থেকে শুরু করে এখনো রচিত হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে গান তৈরির এই প্রয়াস শুরু হয়েছে ১৯৭১ সালেই। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান লিখেছিলেন ওপার বাংলার প্রখ্যাত কবি, ছড়াকার কাহিনিকার ও গীতিকার লক্ষ্মীকান্ত রায়। একই সময়ে গোরী প্রসন্ন মজুমদার এই গানটি লিখলেন, যা সুর করেছিলেন অংশুমান রায়।

Related Question:

শোন একটি মুজিবরের থেকে লিরিক্স

শোন একটি মুজিবরের থেকে গানের স্বরলিপি

শোন একটি মুজিবরের থেকে গানটির গীতিকার কে

শোন একটি মুজিবরের থেকে লেখক

শোন একটি মুজিবরের থেকে Mp3 Download

শোন একটি মুজিবরের থেকে গানটির রচয়িতা কে

শোন একটি মুজিবরের থেকে গানটির সুরকার কে

শোন একটি মুজিবরের থেকে কবিতা সৃজনশীল প্রশ্ন

Shono ekti mujiborer theke lyrics

শোন একটি মুজিবরের থেকে লেখক

গৌরীপ্রসন্ন মজুমদার

Gauriprasanna Majumdar

গানটি কে লিখেছেন
গানটি কে লিখেছেন